অবৈধ সম্পদ অর্জনের দায়ে কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
আজ রবিবার (২৩শে অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। এসময় আসামির তিন কোটি ১৪ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন বিচারক।
গত ২২শে সেপ্টেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল। ২০২০ সালের ২৬শে আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাসির উদ্দিন ঢাকার বিশেষ জজ আদালতে বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।