মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে রবিবার (২৩শে অক্টোবর) থেকে শুরু হয়েছে ডেঙ্গু চিকিৎসা। অন্য সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষণার পরই ভর্তি হয়েছেন ৪ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ডেঙ্গু রোগীদের জন্য সাধারণ ওয়ার্ডে ৬০টি বেড প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে পুরুষের জন্য ৩৮টি ও নারীদের ২২ বেড রাখা হয়েছে। এছাড়া থাকছে ১৭ বেডের আইসিইউ ইউনিট। চাহিদা অনুযায়ী বেড আরও বাড়ানো হবে। চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থাও রেখেছে স্বাস্থ্য অধিদফতর।

এর আগে শনিবার (২২শে অক্টোবর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সবশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত এ রোগটিতে আক্রান্ত হয়ে এ বছর ১১২ জনের মৃত্যু হলো।

শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত আরও ৯২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ২৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৩ হাজার ৪০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ৭৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ২৬ হাজার ৫১৩ জন রোগী।

এদিকে, দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য রোগীদের ঢাকামুখী প্রবণতাও বাড়ছে। এ ক্ষেত্রে জেলা কিংবা উপজেলা পর্যায়ের হাসপাতালে সুচিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। চিকিৎসকরা বলছেন, এতে রোগীর ধকল বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর হাসপাতালগুলোতে পড়ছে নেতিবাচক প্রভাব। ডেঙ্গু রোগীর চিকিৎসার গাইডলাইন সব জায়গায় একই রকম উল্লেখ করে অহেতুক আতঙ্কিত না হওয়ার পরামর্শ তাদের।