৬২ জন পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরি ভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের তথ্য ভাণ্ডারের জন্য তথ্য যাচাই-বাছাই করতে গিয়ে নানান অনিয়ম পাওয়ায় এই পদক্ষেপ নিয়েছে ডিএসসিসি।
ডিএসসিসির সচিব আকরামুজ্জামান একটি দপ্তর আদেশ জারি করে বিষয়টি কার্যকর করেছেন।
আদেশে জানানো হয়, অনেক পরিচ্ছন্নতা কর্মীর বয়স ৫৯ বছর উত্তীর্ণ হয়েছে। কর্মীদের কেউ কেউ আবার শারীরিক অক্ষম হয়ে পড়েছেন, তাদের কর্মাবসান করা হয়েছে। এর বাইরেও একজনের পরিবর্তে অন্যজন কাজ করার মতো ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ কর্তব্য কাজে অবহেলা করায় এ সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
মোহা. রোকানুজ্জামান জানান, চাকরিতে সংশ্লিষ্টদের সঙ্গে অসদাচরণ করাসহ তদন্তে মিথ্যা তথ্য দেওয়ায় ৬২ পরিচ্ছন্নতাকর্মীর কর্মাবসান করা হয়েছে।
প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৈনিক মজুরিভিত্তিক ও স্কেলভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের পরিচয়পত্র দিতে ডাটাবেজ তৈরির জন্য তথ্য যাচাই-বাছাইয়ে একটি কমিটি করে দেওয়া হয়। সেই কমিটির সুপারিশে ৬২ জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।