অ্যাঞ্জেল ডি মারিয়ার হ্যাটট্রিকে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে জুভেন্টাস। গতকাল (বৃহস্পতিবার) রাতে নঁতেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরিণের বুড়িরা। প্রথম লেগে ১-১ এ ড্র করা জুভেন্টাস এদিন শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠে। ফল পেতেও দেরি হয়নি। মাত্র পঞ্চম মিনিটে নিকোলোর অ্যাসিস্ট থেকে শূন্যে বল ভাসিয়ে স্কোরলাইন ১-০ করেন ডি মারিয়া।
ম্যাচের ১৭ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় জুভেন্টাস। এবারো গোল করেন আর্জেন্টাইন তারকা। নঁতেরঅধিনায়ক বক্সে হাত দিয়ে বল ঠেকালে লাল কার্ড এবং স্পট কিক পায় জুভেন্টাস। সেখান থেকেই আসে গোল।
বিরতির আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের বড় জয়ে ভূমিকা রাখেন ডি মারিয়া। তাতেই ইউরোপা লিগের পরের রাউন্ডে চলে যায় জুভেন্টাস। ইতালির আরেক জায়ান্ট রোমাও নিশ্চিত করেছে শেষ ষোলো। সালসবুর্গের কাছে প্রথম লেগে ১-০ তে হারলেও দ্বিতীয় লেগে ২-০ তে জয় পেয়েছে দলটি।