হংকংয়ের বিখ্যাত ভাসমান রেস্তোরাঁটি ডুবে গেছে। জাম্বো নামের রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর চালু ছিল। পোতাশ্রয় থেকে সরিয়ে নেওয়ার কয়েক দিন পর দক্ষিণ চীন সাগরে ডুবে গেছে রেস্তোরাঁটি। মঙ্গলবার অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অ্যাবারডিন রেস্টুরেন্ট এন্টারপ্রাইজ জানায়, রোববার প্যারাসেল দ্বীপপুঞ্জের কাছে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়ার ডুবে যায় রেস্টুরেন্টটি। এ ঘটনায় কোনও জাহাজ সদস্য আহত হয়নি। তবে ঘটনাস্থলে পানির গভীরতা এক হাজার মিটারের বেশি হওয়ায় জাহাজটি উদ্ধারের কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
অ্যাবারডিন রেস্তোরাঁটি প্রায় ৫০ বছর ধরে পরিচালিত হয়ে আসছিল। তবে ২০২০ সালের মার্চ মাসে করোনার কারণে রেস্টুরেন্টটি বন্ধ হয়ে যায়। এটি আবারো চালু করার লক্ষ্যে বন্দর থেকে দূরে সরিয়ে নেয়া হয়েছিল। নিয়োগ দেয়া হয়েছিল মেরিন ইঞ্জিনিয়ারসহ প্রয়োজন অনুযায়ী সব কর্মচারী।
দ্বিতীয় রানি এলিজাবেথ, টম ক্রুজ এবং রিচার্ড ব্র্যানসনসহ ৩০ লাখেরও বেশি অতিথি এই রেস্তোরাঁর সেবা গ্রহণ করেছেন। সেখানে জেমস্ বন্ডসহ বেশ কয়েকটি সিনেমার শুটিংও হয়েছিল।