মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরি থেকে ২টি ট্রাক উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টা ও রাত ৭টার দিকে কাভার্ডভ্যান দুইটি উদ্ধার করা হয়। পরে সেগুলো ৫ নম্বর ঘাটের পন্টুনে নিয়ে আসে। আরও ৭টি ট্রাক ডুবে আছে। বৃহস্পতিবার সকালে সেগুলো উদ্ধারে আবারও অভিযান শুরু হবে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ৯টি ট্রাক ও কাভার্ডভ্যান নিয়ে ফেরিটি ডুবে যায়। সেখান থেকে দুটি মালবাহী কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এছাড়া কুয়াশার ঘনত্ব বাড়ার আগ পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ফেরির দ্বিতীয় যন্ত্রচালক হুমায়ুন কবির নিখোঁজ রয়েছেন। ফেরিতে থাকা বাকিদের জীবিত উদ্ধার করা হয়েছে। প্রত্যয় ও রুস্তম আগামীকাল ঘটনাস্থলে এলে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করা হবে।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে,  মঙ্গলবার রাত ১২টার দিকে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে ছোট-বড় ৯টি পণ্য বোঝাই ট্রাক নিয়ে রজনীগন্ধা ফেরিটি পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে।  ঘন কুয়াশার কারণে পাটুরিয়া ঘাটের কাছে এসে নঙ্গর করে রাখা হয় ফেরীটি। সকালে সেখানেই ফেরীটি ডুবে যায়। প্রাণ বাচাঁতে অনেকেই ফেরী থেকে নদীতে ঝাপ দিয়ে সাতার কেটে তীরে ওঠে। ডুবন্ত ফেরী থেকে অনেককে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এই ঘটনায় ফেরীর দ্বিতীয় চালক হুমায়ুন আহমেদ নিখোঁজ রয়েছে।

কিভাবে ফেরিটি ডুবেছে তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। বিআইডব্লিউটিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে বাল্ক হেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।

তবে ফেরীতে থাকা ট্রাক শ্রমিকরা জানান, বাল্ক হেডের সাথে ফেরীর কোনো সংঘর্ষ হয়নি। পানি উঠে ধীরে ধীরে কাত হয়ে ডুবে যায় ফেরিটি।

ফেরী ও পণ্যবাহী ট্রাক উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। নারায়ণগঞ্জ থেকে যাচ্ছে আরও দুটি জাহাজ- রুস্তম ও প্রত্যয়।