ডেঙ্গু পরস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। মৃতের হার বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার ডেঙ্গু আক্রান্তদের তালিকায় নাম উঠল ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

তিন দিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ নেন এই অভিনেত্রী। মঙ্গলবার (১৮ জুলাই) উপসর্গ দেখেই চিকিৎসক জানান, ডেঙ্গুর লক্ষণ। তাকে পরীক্ষা করতে বলেন। এর পরের দিন সন্ধ্যায় জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত।

জানা গেছে, বর্তমানে বাসায় চিকিৎসা নিচ্ছেন তানিয়া। এখনো তার প্রচণ্ড জ্বর রয়েছে, কমছে না। জ্বর ১০২/১০৩ ডিগ্রির নিচে নামছে না। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি এবারের ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছেন। যেগুলোতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে- ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’, ‘কাছের মানুষ’সহ বেশ কিছু নাটক।