সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের মোট সংখ্যা ৪৪৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ২৮৮ জন।
আজ বৃহস্পতিবার (১৭ই আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ২৮৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৭৮৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯০ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৬৯৩ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মারা গেছেন ৭ জন। বাকিরা ঢাকার বাইরের।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৪৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩৬ জন এবং ঢাকার বাইরে ১০৮ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত মোট ৯৪ হাজার ৩১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪৬ হাজার ১২৯ জন এবং ঢাকার বাইরে ৪৮ হাজার ১৮৩ জন।
চলতি বছর এ পর্যন্ত মোট ৮৫ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৯৮৯ জন এবং ঢাকার বাইরে ৪৩ হাজার ২১৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারাদেশে মোট ৮ হাজার ৬৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৩ হাজার ৮০৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৮৫৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৬২ হাজার ৩৮২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছিলেন। ডেঙ্গুতে মোট ২৮১ জন মারা গিয়েছিলেন।