দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জন মারা গেছেন। এসময়ে নতুন করে ডেঙ্গু জ্বর নিয়ে ১ হাজার ৯৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন ঢাকার এবং বাকি দুইজন ঢাকার বাইরের।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৪ জন। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ৮৪১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ২৫৩ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে মশাবাহিত এই রোগে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ পাঁচ হাজার ৭৯২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৭৭ জন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন। নভেম্বরের ২৩ দিনে এই সংখ্যা ৩৪ হাজার ৬১৭ জন।