ডেঙ্গু প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ বিষয়ে সবাইকেই সচেতন হতে হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ের সময় একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০১৯ সালের পর এ বছর ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি। মোট ৩৬ হাজার আক্রান্ত হয়েছে। তার মধ্যে ২৩ হাজারই রাজধানী ঢাকায়। আর চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ১৩৬ জন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আক্রান্তদের ৬০ শতাংশ নারী এবং ৪০ শতাংশ পুরুষ। ডেঙ্গু প্রতিরোধে সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে সিটি করপোরেশনকে মশক নিধনে আরও জোর দেওয়া, প্রচার-প্রচারণা এবং মানুষকে সচেতন করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আনোয়ারুল ইসলাম আরও জানান, বিমানবন্দর এলাকায় সপ্তাহে সাত দিনই মশক নিধনের নির্দেশনা দেওয়া হয়েছে। ফিগার মেশিনে স্প্রে করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।