রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করছে দেশটির সেনাবাহিনী। এরই মধ্যে ডেটিং অ্যাপ টিন্ডার ব্যবহার করে ইউক্রেনীয় নারীদের রুশ সেনারা আকর্ষণের চেষ্টা করছিলেন বলে খবর পাওয়া গেছে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র হাতে সামারিক পোশাকেই ছবি পাঠিয়েছেন অনেক রুশ সেনা। অনেকে আবার নানা অশালীন ছবিও পাঠিয়েছেন। কোনো কোনো রুশ সেনা আবার নিজেদের অবস্থান নিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। মোবাইল বন্ধ করার নির্দেশ দেওয়ার আগপর্যন্ত টিন্ডার অ্যাপে রুশ সেনারা সক্রিয় ছিলেন বলে জানা গেছে।

এক ইউক্রেনীয় নারী দাবি করেছেন, বিভিন্ন নাম নিয়ে রুশ সেনারা তার কাছে টিন্ডারে বার্তা পাঠিয়েছেন। কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরের অবস্থান থেকে রুশ সেনারা এসব বার্তা পাঠান।

এদিকে, ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, রুশ সেনাদের অনেকে আবার নিজেদের অবস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়ে ইউক্রেনীয় নারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তারা বলছিলেন, সামরিক অবস্থান পরিবর্তন করেছেন অথচ তখন খারকিভের উত্তরাঞ্চলে সেনা সমাবেশ করছিলেন তারা।

সিনেলনিকোভা (৩৩) নামে ভিডিও প্রযোজক হিসেবে কর্মরত এক ইউক্রেনীয় নারী বলেন, আমি কিয়েভেই থাকি। তবে আমার এক বন্ধু যখন বলল যে টিন্ডারজুড়ে রুশ সেনাদের বিচরণ দেখা যাচ্ছে, তখন আমি এলাকা ছেড়ে খারকিভে চলে আসি।

তিনি আরও বলেন, পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল নিয়ে ছবি তুলতে দেখা গেছে, নিজেকে আবেদনময় করে দেখানোর চেষ্টা করছিলেন তিনি। আরেকজনকে পুরোপুরি রুশ সামরিক পোশাকে দেখা গেছে। আবার কাউকে ডোরাকাটা আঁটসাঁট ভেস্ট পরে থাকতে দেখা গেছে।

সিনেলনিকোভা বলেন, তাদের কাউকে আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়নি। আর শত্রুকে শয্যাসঙ্গী করার কথা তো কখনো ভাবতেই পারব না। আমি ফোনের স্ক্রিন নাড়াচাড়া করে তাদের ছবিগুলো সরিয়ে দিচ্ছিলাম। কিন্তু এত এত ছবি দেখে আমি কৌতূহলী হয়ে পড়লাম। বার্তা বিনিয়ম শুরু করলাম। তারা এতটা কাছে চলে এসেছে জানতে পেরে একই সঙ্গে হাস্যকর ও ভয়ের অনুভূতি হচ্ছিল।

সিনেলনিকোভা জানান ৩১ বছর বয়সী তরুণ আন্দ্রেইয়ের সঙ্গে বার্তা আদান-প্রদান করেছেন তিনি। তাকে (আন্দ্রেই) ছবিতে পুরোপুরি যুদ্ধের সাজে কালাশনিকভ রাইফেল হাতে দেখা গেছে। তার মাথায় হেলমেটও ছিল।

সিনেলনিকোভা আন্দ্রেইয়ের কাছে জানতে চান, তার ইউক্রেনে আসার ইচ্ছা আছে কি না। আন্দ্রেই জানান, ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার পর তাকে আর ইউক্রেনে ঢুকতে দেওয়া হয় না।

ব্ল্যাক নামের ৩৩ বছর বয়সী আরেক তরুণের কাছ থেকেও টিন্ডার অ্যাপে বার্তা পেয়েছেন সিনেলনিকোভা। ব্ল্যাক তার শরীরের স্পর্শকাতর অংশ দেখানোর চেষ্টা করছিলেন বলেও দাবি করেন সিনেলনিকোভা।

ইউক্রেনের সামরিক গোয়েন্দারা জানান, রুশ সেনারা যখন অ্যাপে এসব ছবি পাঠাচ্ছিলেন, তখন রুশ বাহিনী খারকিভের উত্তরাঞ্চলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল।