সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। চলবে আগামী ৮ই এপ্রিল পর্যন্ত। আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন জানান, ২৮শে মার্চ সকাল ১০টা থেকে অনলাইনে বিডিএস ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৮ই এপ্রিল (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি জমাদানের শেষ তারিখ ৯ই এপ্রিল (রবিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এতে আরও বলা হয়, আবেদনকৃত শিক্ষার্থীরা ৩০শে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ই মে (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।