নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি নিয়ে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাকরিত প্রজ্ঞাপনে তাকে এ অব্যাহতি দেয়া হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়ার নিয়োগ জনস্বার্থে বাতিল কওে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।
প্রসঙ্গত, শ্রম আইন লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে ইতোমধ্যে ১৬৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিচার চলছে দেশের বিভিন্ন আদালতে। তার বিচারকাজ বন্ধ চেয়ে নোবেলজয়ীসহ বিদেশি নাগরিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া সোমবার (চৌঠা সেপ্টেম্বর) বলেন, ‘নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।’