এবার এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। অনিয়মের অভিযোগে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার দুপুরে তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
অনিয়মের অভিযোগে যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারী অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের নিয়োগ আদেশ বাতিলক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে থাকেন।












