রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় দুই নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন যাত্রী।আজ বৃহস্পতিবার (২৩ শে নভেম্বর) সকাল ৯টার পর ডেমরা বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি এই দুর্ঘটনা ঘটে। তবে নিহত কারও পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার পরিদর্শক সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর পরই চিকিৎসকরা তিন জনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মইনুদ্দিন নামে এক যাত্রী জানান, লেগুনায় ১৪-১৫ জন যাত্রী ছিল। যারা পেছনে বসেছিলেন, তাদেরই বেশি ক্ষতি হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ডেমরা সড়কে দুর্ঘটনায় তিনজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এর মধ্যে দুজন নারী, একজন পুরুষ।