মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই হচ্ছেন ডেমোক্রেটিক পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী। তিনি নিজ দলের প্রতিনিধিদেের কাছ থেকে এ জন্য প্রয়োজনীয় ভোট আদায় করতে সক্ষম হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ডেমোক্রেটিক পার্টির ‘ন্যাশনাল কমিটি চেয়ার’ জেইম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। খবর: সিএনএন।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করার লক্ষে গত বৃহস্পতিবার থেকে ইমেইল যোগে ভোট গ্রহণ শুরু হয়। দলের প্রতিনিধিরা ভোট দিতে পারবেন আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত।

প্রথম কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় নারী হিসেবে ডেমোক্রেটিক পার্টি হতে হোয়াইট হাউসে যাওয়ার জন্য মনোনীত হলেন কমলা হ্যারিস। আগামী নভেম্বরে রিপাবলিকানদের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

ভার্চুয়াল রোল কলে পার্টির সব প্রতিনিধি প্রার্থীর ব্যাপারে হ্যাঁ/না ভোট দিয়ে থাকেন। গত মাসে জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থিতা পেতে যাচ্ছেন কমলা হ্যারিস। প্রার্থিতা পাওয়ার জন্য দরকার ২ হাজার ৩৫০ জন প্রতিনিধির ভোট। গতকাল শুক্রবার ভার্চুয়াল রোল কলে এই ভোট পান কমলা হ্যারিস।

ডেমোক্রেটিক পার্টি বলেছে, তাদের ৩ হাজার ৯২৩ জন প্রতিনিধির ৯৯ শতাংশই কমলাকে সমর্থন দিতে প্রস্তুত।

প্রার্থিতা পাওয়ার পর কমলা হ্যারিস বলেন, আমরা আমেরিকার প্রতিশ্রুতিতে বিশ্বাস করি এবং এটিই এই প্রচারাভিযানের লক্ষ্য। আমরা সঠিক পথে আছি এবং এটি সহজ হবে না। তবে এই পথ আমরা অতিক্রম করব।