বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে এ তথ্য শেয়ার করেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, ফোনালাপে দুজনের মধ্যে দারুণ আলাপ হয়েছে।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শেহবাজ লিখেছেন, ‘বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে দারুণ আলাপ হয়েছে।’

তিনি জানান, তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদারে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শেহবাজ।

একইসঙ্গে কিংবদন্তি সঙ্গীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন শেহবাজ শরীফ।

শেহবাজ শরীফ আরও বলেন, তিনি আগামী ২২ এপ্রিল পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে বাণিজ্য প্রতিনিধিদলের ঢাকা সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

‘পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল, ইনশাআল্লাহ,’ বলেন শেহবাজ শরীফ।