অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকার ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ই অক্টোবর (বৃহস্পতিবার) দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে এ বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। আজ মঙ্গলবার (তেসোরা অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গ্রামীণ টেলিকমের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের দায়ের করা মামলার তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান। এর আগে গত ২৭শে সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জনকে তলব করে চিঠি দেন তিনি।

উল্লেখ্য, ২০২২ সালের ২৩শে জুলাই ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের বেশিরভাগ লেনদেনই সন্দেহজনক। শুধু তাই নয়, আইএলওতে দেওয়া শ্রমিকদের অর্থপাচারের অভিযোগেরও তদন্ত চেয়েছিল সংস্থাটি।