রাজধানীতে আজ শুক্রবার (২৫শে আগস্ট) ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ। বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে। গতকাল বৃহস্পতিবার রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।

বিরোধী দল বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু করার পর থেকে পাল্টা কর্মসূচি নিয়ে আসছিল আওয়ামী লীগ। ক্ষমতাসীন দল পাল্টা কর্মসূচি হিসেবে শান্তি সমাবেশ করেছে। তবে মাঝে কিছুদিন আওয়ামী লীগ বিরোধী দলের কর্মসূচির পাল্টা কর্মসূচি দেয়নি।

তবে আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। আজ ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে। ক্ষমতাসীন দলটি বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়।

আওয়ামী লীগ নেতারা বলছেন, তাঁরা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন।