রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক গান এবং বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতির ওপর সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। শনিবার (২৮শে অক্টোবর) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাগম বাড়তে থাকে।

খণ্ড খণ্ড মিছিল নিয়ে সহযোগী সংগঠনের কর্মীরা বিভিন্ন থানা ও ওয়ার্ডের ব্যানারে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখর হয় পুরো এলাকা। দুপুরের মধ্যে সমাবেশ পরিণত হয় মহাসমাবেশে।

সমাবেশস্থলে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিমান বন্দর থানার সভাপতি শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে একটি মিছিল আসে। ওই মিছিলে অংশগ্রহণ করা সবার হাতেই বাঁশ ও কাঠের লাঠি ছিল। ব্যানারও ছিল বাঁশের লাঠিতে বাঁধা।

অবশ্য ঢাকা মহানগর পুলিশ যখন আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেয়, তখন শর্ত ছিল সমাবেশে ব্যানারের আড়ালে কোনো লাঠিসোঁটা বা রডসদৃশ বস্তু ব্যবহার করা যাবে না।

ইতোমধ্যে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীমসহ অনেকে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।