ক্ষমতা ধরে রাখতে সরকার পরিকল্পিতভাবে সংঘাত তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছে বিএনপি। তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাচ্ছে সরকার। ক্ষমতা টিকিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করছে তারা।
আজ (মঙ্গলবার) গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই ক্ষমতাসীনদের পদত্যাগে বাধ্য করতে চান তারা। তবে জনগণ চাইলে পরিস্থিতি বুঝে হরতাল-অবরোধের কর্মসূচির পথে হাটার কথাও জানান তিনি।
এসময় সরকারের পদত্যাগ ও দশ দফা দাবি আদায়ে ঢাকায় ৯ এবং ১২ই ফেব্র“য়ারি আবারও পদযাত্রা কর্মসূচির ঘোষণা করা হয়। একইসাথে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পাল্টা কর্মসূচি প্রত্যাহারে আওয়ামী লীগের প্রতি আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।