সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড দল। আজ (শুক্রবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা। জানা গেছে, শুক্রবার একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।
প্রায় দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এটি ইংল্যান্ড টিমের বাংলাদেশ সফর। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সিরিজ।
মিরপুরে ১ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম দু’টি ওয়ানডে। এরপর বন্দরনগরী চট্টগ্রামে ৬ই মার্চ তৃতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। সেখানেই ৯ই মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে দু’দল। এরপর ১২ ও ১৪ই মার্চ ঢাকায় সিরিজের বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। তবে দু’দলই ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল তারা। তবে চট্টগ্রাম টেস্ট হারলেও ঢাকা টেস্ট টাইগাররা ১০৮ রানে জিতেছিল।
প্রথমবার দেশের মাটিতে এবার ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে গতকাল থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ইংল্যান্ড ক্রিকেট দল আজ বিশ্রাম নেবে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মিরপুরে সকাল ১০টা থেকে গা গরম করবেন জস বাটলার, মইন আলিরা।