ঢাকায় দিনভর থেমে থেমে বৃষ্টি ও যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ৩০ মিনিটের পথ পার হতে অনেকের তিন ঘণ্টা পর্যন্ত সময় লেগেছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। আর এই বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে ডুবে গিয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
এদিকে পানিতে সড়ক ডুবে যাওয়ায় অনেক এলাকায় যানবাহনের গতি একেবারেই মন্থর হয়ে গেছে। এমনকি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিজয় সরণী মোড় থেকে বনানী পর্যন্ত কার্যত বন্ধ হয়ে রয়েছে যান চলাচল।
আবহাওয়ার তথ্যমতে, ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। এরমধ্যে বুধবার রাজধানীতে বৃষ্টির প্রবণতা কিছুটা কম থাকলেও আজ (৫ অক্টোবর) দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। তবে বিকেল থেকে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, রাজধানীর বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় গাড়িগুলো ধীরগতিতে চলছে। বৃষ্টির কারণে ট্রাফিক আইন না মেনে যে যার মতো গাড়ি চালানোয় এই যানজট হচ্ছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে দেশে আরও কয়েক দিন বৃষ্টি থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রোববার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে।