বাংলাদেশে আসলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোনালদিনহো।  আজ  বুধবার (১৮ই অক্টোবর) বিকেল ৩ টার পর কোলকাতা থেকে ঢাকায়   পৌঁছান ব্রাজিলের সাবেক এই ফুটবলার।

সংক্ষিপ্ত এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে বিশ্বকাপ জয়ী এই সাবেক ফুটবলারের। এছাড়া নির্বাচিত স্বল্প সংখ্যক ভক্ত রোনালদিনহোর সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রাতে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাথে একটি ফটোশেসনে অংশ নেওয়ার কথা রয়েছে। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন।

এই সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।  সংক্ষিপ্ত একদিনের সফর শেষে আজ রাতেই ঢাকা ত্যাগ করবেন এই বিশ্বকাপজয়ী ফুটবল তারকা।