মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ই ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওইদিন বিকাল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সমাবেশে বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাস ও পেট্রোল বোমা হামলায় হতাহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের সিনিয়র নেতারা।
সমাবেশ সফল করতে এরই মধ্যে মহানগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাদের মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।