ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। মঙ্গলবার (১২ই মার্চ) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
এদিকে, বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। পাকিস্তানের লাহোরের বায়ুর মানের স্কোর ২৬৪। ফলে সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। স্কোর ২৫০ থাকায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।
আর সূচকে স্কোর ১৭৮ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। আর স্কোর ১৬৩ নিয়ে ষষ্ঠ অবস্থানে ঢাকা।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।