বায়ুদূষণের তালিকায় আজও তৃতীয় অবস্থানের রয়েছে রাজধানী ঢাকা। আর শীর্ষে আবস্থান করছে ভারতের দিল্লি। আজ মঙ্গলবার (১৯শে মার্চ) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে  এ তথ্য।

এদিকে, তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির বায়ুর মানের স্কোর ২৬৯।  ফলে সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ২৬৪ হওয়ায় সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। আর স্কোর ১৯৭ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।

আর সূচকে স্কোর ১৯২ ও ১৯০ নিয়ে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে রয়েছে  নেপালের শহর  কাঠমান্ডু ও থাইল্যান্ডের চিয়াং মাই শহর।