ঢাকার বাতাসের মান আজও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। স্কোর ১৫৫ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। অন্যদিকে, শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। আজ বৃহস্পতিবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

এদিকে, তালিকার শীর্ষে অবস্থানে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর ১৯১।  ফলে সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সূচকে স্কোর ১৮৩ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। আর স্কোর নিয়ে ১৭৬ ও ১৬২ নিয়ে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ ও পাকিস্তানের করাচি।

ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। আর দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়। ২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।