দীর্ঘদিন পর শিক্ষাপ্রতিষ্ঠান চালুর দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন সড়ক স্থবির হয়ে ‍যায় যানজটে।  তাছাড়া স্কুল-কলেজ সংলগ্ন প্রতিটি সড়কে অন্যান্য গাড়ীর চেয়ে প্রাইভেটকারের সংখ্যা অনেক বেশি।

তাছাড়া স্কুল-কলেজ সংলগ্ন এলাকায় রিকশায় যাত্রীদের ওঠা-নামা বেশি দেখা গেছে। অফিস সময়ে প্রতিটি বাসে অফিসগামী মানুষের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবকদের বাড়তি চাপ রয়েছে। বিভিন্ন স্থানে তারা বাস থেকে নামছেন, যার কারণে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে।

রাজধানীর ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বনানী, মহাখালী, কারওয়ানবাজার, মতিঝিল, গুলশানসহ বেশিরভাগ এলাকাই থমকে যায় যানজটে।

সড়কে প্রাইভেটকার, রিকশার সংখ্যা বেড়েছে। আবার প্রতিটি গণপরিবহনেও শিক্ষার্থীরা উঠছে, স্কুল-কলেজ সংলগ্ন বিভিন্ন স্টপেজে নামে যাচ্ছে, তাই গাড়ি থামিয়ে তাদের নামাতে হচ্ছে। সবকিছু মিলিয়ে রাজধানীতে আজও তীব্র যানজট সকাল থেকেই।