রাজধানীর রাস্তা এখন মিছিলে মিছিলে প্রকম্পিত। বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।
দুপুর বারোটা নাগাদ খবর আসে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। তার পরে আস্তে আস্তে খুলে যায় ইন্টারনেট আর রাজধানীর অবরুদ্ধ রাস্তাগুলো। এ থেকেই ক্ষমতার পালা বদলের আভাস পেয়ে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ।
দেড়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়, যা সকালেই বন্ধ করা হয়েছিল। মোবাইল ইন্টারনেটও চালুর নির্দেশনা দেওয়া হয়েছে বলে বেলা পৌনে দুইটার দিকে জানা যায়।
বেলা পৌনে ২টায় রাজধানীর শাহবাগে থাকা জানা যায় সেখানে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে সেখানে মানুষ আসছেন। সবাই স্লোগান দিচ্ছেন।
মিরপুরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। মিরপুরের পল্লবী, ১১ ও ১১ নম্বর থেকে মিছিল নিয়ে মানুষ ১০ নম্বর সেকশনে জড়ো হন। সেখান থেকে তাঁরা আগারগাঁওয়ের দিকে রওনা দিয়েছেন।
রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে আগিয়ে আসছেন আন্দোলনকারীদের একটি দল। সেখানে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানিয়েছেন, শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন।