বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। আজ রোববার (০৮ই মে) দুপুর ১২টা ১৫ মিনিটে শ্রীলঙ্কার খেলোয়াড়দের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদিও তাদের সাড়ে ১১টায় আসার কথা ছিল।

জানা গেছে, মোট ১৮ খেলোয়াড় এসেছেন বিমানটিতে। বিমানবন্দর থেকে টিম হোটেলে যান তারা। সেখানে তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলে অনুশীলনের সুযোগ পাবে তারা।

প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। এর আগে ১০ ও ১১ মে বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর দলটি চট্টগ্রাম যাবে।

বাংলাদেশও প্রস্তুতি নেবে সাগরিকার পাড়ে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ। ৯ মে থেকে শুরু হবে প্রস্তুতি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২৩ মে থেকে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কা স্কোয়াড:

দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।