ঈদুল আযহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। লঞ্চ, ট্রেন ও বাসসহ বিভিন্ন মাধ্যমে ফিরছেন ঢাকায়। কেউ পরিবার-পরিজন নিয়ে আবার অনেকে পেশাগত দায়িত্বের কারণে একাই ফিরেছেন। অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। ভীড় ও ঝক্কি-ঝামেলা এড়াতে বাড়ির পথ ধরেছেন তারা।

আজ (মঙ্গলবার) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী বোঝাই নৌ-যান। পরিবারের সাথে কোরবানীর ঈদ উদযাপন করে আবার কর্মস্থল ঢাকায় ফিরছে মানুষ। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর ও বরগুনার বিভিন্ন অঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় ছিলো স্বাভাবিক। কোন ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরেছেন সবাই।

নানা ভোগান্তি নিয়ে যারা পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি গিয়েছিলেন, তারাই এখন জীবিকার তাগিদে ফিরছেন ঢাকায়। প্রথম দিনে অনেকটা স্বস্তি নিয়েই ট্রেনে চেপে ঢাকায় পৌঁছেছে এসব মানুষ। অনেকে স্ত্রী, সন্তানদের রেখে একাই ফিরছেন ঢাকায়, আবার কেউ কেউ আসছেন সপরিবারে।

সড়ক পথেও ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে ঢাকায় ঢুকছে। কারো ছুটি শেষ, আবার কারো ছুটি থাকলেও ঝামেলা এড়াতে আগেভাগেই ফেরা। রাজধানীর বাস টার্মিনাল ও রেল স্টেশনে ছিল ভিন্নচিত্রও। ঈদের পরে ঝামেলা এড়াতে ঢাকা ছেড়ে যাওয়ার মানুষের ভীড় চোখে পড়ার মতো।

তবে স্বস্তি নিয়ে রাজধানীতে ফিরলেও, বাসায় যেতে অনেককেই পড়তে হয় যানবাহন সংকটে। এই সুযোগে সিএনজি অটোরিক্সা ও বাসগুলো নিজেদের মতো হাকিয়ে নিচ্ছে ভাড়া।