বায়ুদূষণের শীর্ষে আজ রাজধানী ঢাকা। তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর ২৯৮। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।
অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে ভারতের দিল্লির অবস্থান দ্বিতীয়। শহরটির স্কোরও ২৯৮ অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর।
দূষণ মাত্রার স্কোর ২১৪ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এরপর পাকিস্তানের করাচি এবং এই শহরটির বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর লাহোর।
বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা ব্যক্তিরা। তাঁদের বিষয়ে বিশেষ যতœবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের। আইকিউএয়ারের মানদ- অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।