আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা করতেই তিনি ঢাকায় আসছেন বলে জানা গেছে।
কূটনেতিক সূত্র জানিয়েছে, আফরিন আখতার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকার অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ আলমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এছাড়া পররাষ্ট্র সচিবের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করতে পারেন তিনি।
সর্বশেষ তিনদিনের সফরে গত ২৬ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন আফরিন আখতার। তার আগে ২০২২ সালের ৫ নভেম্বর ঢাকা সফর করেন আফরিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।