ঈদ উল ফিতরের ছুটিতে রাজধানী এখন ফাঁকা। নেই চিরচেনা ব্যস্ততা। ঈদের পরদিন আজ রোববার রাজধানীর সড়কগুলোয় ছিলো না কোন জটলা। গণপরিবহনের চলাচল খুবই কম। তুলনায় প্রাইভেট কার, রিক্সা ও সিএনজির উপস্থিতি বেশি।
বুধবার থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। তারও দু-চার দিন আগে পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন অনেকে। মঙ্গলবার শেষ অফিস করে বিকাল নাগাদ ঢাকা ছেড়েছেন অনেকে। নাড়ির টানে রাজধানী ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে ঢাকা এখন প্রায়ই ফাঁকা, কোথাও নেই কোনো যানজট।
চাঁদ দেখা সাপেক্ষে শনিবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন রাজধানী ছাড়ছেন।
শুক্রবার রাজধানীর শাহবাগ, ফার্মগেট, কারওয়ান বাজার, শ্যামলী, কল্যাণপুর এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় গণপরিবহনের সংখ্যা খুব কম। সবগুলো সড়কই ফাঁকা। কিছু সময় পরপর গণপরিবহণ আসছে তাতেও থাকছে না পরিপূর্ণ যাত্রী।
দেখা গেছে, যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না। যানজট না থাকায় ঈদে ঢাকায় অবস্থানরত মানুষ সহজেই দ্রুত যাতায়াত করতে পারছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের দ্রুত গন্তব্যে পৌঁছার বিষয়টি শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করছেন।