কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের হামলায় ঢাকা কলেজ ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত তরুণের নাম সবুজ আলী। কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী সবুজ উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি নীলফামারীতে বলে জানা গেছে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী সবুজ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় সংগঠনটি।
বিএনপি-জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
উল্লেখ্য, কোটা আন্দোলনে রাজধানীর ঢাকা কলেজের সামনে নিহত হয় সবুজ আলী। ঢাকা কলেজের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী এবং কলেজ শাখার ছাত্রলীগ কর্মী ছিলেন। তিনি কলেজের পরিসংখ্যান বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তিনি উত্তর ছাত্রাবাসের ২০৫ নম্বর কক্ষে থাকতেন।
মঙ্গলবার সন্ধ্যাার দিকে সিটি কলেজের সামনে আহত অবস্থায় তাকে পড়ে থাকদে দেখে পথচারীরা পাশের পপুলার হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাতটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে ওই সময় তার পরিচয় জানা যায়নি।
পরে দিবাগত রাত দুইটার দিকে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ সবুজের পরিচয় জানাণ। শিক্ষার্থীর মৃত্যুর খবরে রাতেই তিনি ঢাকা ঢামেক হাসপাতালে উপস্থিত হন। এসময় তার সঙ্গে হল তত্ত্বাবধায়ক, শিক্ষক পরিষদ সম্পাদক ও অন্য শিক্ষকরা ছিলেন।