ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার ভোর থেকে তীব্র যানজট শুরু হয়েছে। মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে। দীর্ঘ যানজটে আটকে যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে।

তিন দিনের ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপে রাস্তায় অথিরিক্ত গাড়ির কারণেই যানজট হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।