তিনদিনের সফর শেষে সোমবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে নয়টায় নিজস্ব উড়োজাহাজে বাংলাদেশ ত্যাগ করেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ।

সফরের দ্বিতীয় দিন রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ এর উপস্থিতিতে দুই দেশের মন্ত্রীরা বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে সরাসরি উড়োজাহাজ চলাচল বিষয়ক একটি চুক্তি এবং বাংলাদেশ থেকে ব্রুনাইয়ে জনশক্তি রপ্তানী, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়াম পণ্য সরবরাহ, নাবিকদের উন্নত প্রশিক্ষণ ও সনদ প্রদান বিষয়ে তিনটি সমঝোতা স্মারক সই করেন।

এর বাইরে দুপুরে রাজধানীর একটি হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে হালাল ফুড প্রকৃয়াজাত ও রপ্তানি বিষয়ক আরেকটি সমঝোতা স্মারক সই হয়। এর আগে শনিবার দুপুরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ।