আসন্ন ঈদুল আযহা উপলক্ষে রাজধানী ছাড়ছে লাখো নগরবাসী। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। সকাল থেকেই এর চাপ পড়েছে মহাসড়কগুলোতে। বঙ্গবন্ধু সেতুর উপর বাস-পিকআপ দুর্ঘটনার কবলে পড়লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে সকালে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। শুক্রবার (০৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় নবীনগর-চন্দ্রা বাইপাইলে দীর্ঘ গাড়ির জটলা লেগে থাকতে দেখা গেছে।

জানা গেছে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে চন্দ্রা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়া পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল থেকে ধামরাইয়ের ঢুলিভিটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথে গাড়ি থেমে থেমে চলছে। আর টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ধৌড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত আছে গাড়ির জটলা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৭ জুলাই) বিকেল থেকে হাটাৎ করেই সড়কে অনেক গাড়ির চাপ বেড়ে যায়। ট্রাফিক পুলিশসহ জেলা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছি যেনো মানুষ কোনো ঝামেলা ছাড়াই বাড়ি যেতে পারেন।

তিনি আরও বলেন, সড়ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে গাজিপুর ও ধামরাইয়ের দিকে গাড়িগুলো আটকে আছে। শুক্রবার দুপুরের মধ্যে সব সড়ক স্বাভাবিক হয়ে যাবে।