ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ জিততে ভারতের সামনে লক্ষ্য এখন ১৪৫ রানের। ঢাকা টেস্টে প্রথম ইনিংসে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ৩১৪ রান তোলে ভারত। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমেও ঘুরে দাঁড়াতে পারেনি টাইগাররা। ২৩১ রানে সব ক’টি উইকেট হারিয়ে লিড পায় ১৪৪ রানের।

মিরপুরে বিনা উইকেটে সাত রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা। তবে শুরুটা আজ ভালো হয়নি। দলীয় ১৩ রানের মাথায় শান্তকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন অশ্বিন। আগের ইনিংসে ২৪ রান করা নাজমুল হোসেন এবার ফিরেছেন ৫ রানে। আগের ইনিংসে প্রতিরোধ গড়া মুমিনুল এবারের কয়েক ওভারই টিকতে পেরেছেন। সিরাজের লেংথ বল বুঝতে না পারায় ব্যাটের কানায় বল লেগে গ্লাভসবন্দি হয়েছেন ৫ রানে।

প্রথম ঘণ্টায় দুই উইকেট হারানোর পর সাকিব-জাকির মিলে জুটি গড়ার চেষ্টায় ছিলেন। ২৫ রানও যোগ করেন তারা। কিন্তু শক্ত প্রতিরোধ গড়ার আগেই জুটি ভাঙে সাকিবের বাজে শট সিলেকশনে। বাংলাদেশ অধিনায়ক ৩৬ বল খেললেও ১৩ রান করতে পারেন মাত্র।

৫১ রানে তিন উইকেট হারানোর বাংলাদেশ এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১৯ বল খেলে এই ব্যাটার ৯ রানে আউট হয়েছেন। দলীয় ১০২ রানের মাথায় হাফসেঞ্চুরি পূরণ করে পেরেন জাকির। এরপর মিরাজ কোনো রানই করতে পারেননি। সপ্তম উইকেটে লিটন ও সোহান মিলে যোগ করেন ৪৬ রান। সোহান ২৯ বলে করেন ৩১ রান।

এরপর তাসকিনকে নিয়ে জুটি গড়েন লিটন। তাদের জুটিতে সম্মানজনক লিডের পথে ছিল টাইগাররা। তবে মোহাম্মদ সিরাজের ৬৭তম ওভারে সব উলটপালট হয়ে যায়। লেনথ বল ডিফেন্স করতে গিয়ে বোল্ড হন লিটন দাস। ৯৮ বলে তিনি করেন ৭৩ রান।

লিটনের বিদায়ের পর আর বেশিদূর এগুতে পারেনি টাইগাররা। তাসকিন আহমেদ ৩১ রানে অপরাজিত থাকলেও তাইজুল ১ রান ও খালেদ ফেরেন ৪ রানে। তাতে ২৩১ রানে থামে বাংলাদেশ। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল। মোহাম্মদ সিরাজ ও রবিচন্দন অশ্বিন নিয়েছেন দুইটি করে উইকেট।