ঢাকা টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। আজ (বুধবার) রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৪০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৯ রান।

প্রথম সেশনটা ভালো মন্দের মিশেলে কাটিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই বদলে গেল দৃশ্যপট। সাকিব আল হাসানকে হারাল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতে আক্রমণে আসা উমেশ যাদবের প্রথম বলটা সাকিব মিড অফের ওপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন বাউন্ডারিতে। তবে লেন্থ বলটায় টাইমিং হলো না ঠিকঠাক। লিডিং এজ হয়ে তা চলে যায় মিড অফে থাকা চেতেশ্বর পূজারার কাছে। ক্যাচটা নিতে কোনো সমস্যাই হয়নি তার।

বিরতির আগে বাংলাদেশকে খানিকটা স্বস্তি দেওয়া ৪৩ রানের জুটিটা ভেঙে যায় বিরতির ঠিক পরেই। সাকিব ফেরেন ব্যক্তিগত ১৬ রানে। ৮২ রানে বাংলাদেশ খুইয়ে বসে ৩ উইকেট। প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। মিরপুরে আজ থেকে শুরু দ্বিতীয় টেস্টে নিজেদের ভাগ্য বদলাতে চায় সাকিব আল হাসানের দল। সেই লক্ষ্যেই আজ ভারতের মুখোমুখি হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।

দ্বিতীয় টেস্টে টস জিতেছে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত। ইয়াসির রাব্বির পরিবর্তে দলে ফিরেছেন মুমিনুল হক। ইনজুরিতে ছিটকে যাওয়া ইবাদত হোসেনের বদলে একাদশে আছেন তাসকিন আহমেদ। এদিকে, ভারত দলে আছেন তিন পেসার। চট্টগ্রাম টেস্টে ৮ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের জায়গায় খেলানো হচ্ছে জয়দেব উনাদকাটকে।

ইনজুরির কারণে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারছে না অধিনায়ক রোহিত শর্মা। চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ে সিরিজে এগিয়ে রয়েছে সফরকারীরা। তাই এই টেস্ট জয় দিয়ে সিরিজে সমতায় ফিরতে চায় সাকিব আল হাসানের দল।

চট্টগ্রাম টেস্টের ভুল শুধরে এই ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ। টসের সময় অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা যদি প্রথম দুই ঘণ্টা টিকে থাকতে পারি, তাহলো হয়তো ভালো কিছুর আশা করতে পারবো। মিরপুরের উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। শেষের দিকে যা স্পিনারদের সুবিধা দেবে।’

টস জিতলে ভারতও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতো। লোকেশ রাহুল বলেন, ‘টস জিতলে আমারও ব্যাট করার সিদ্ধান্ত নিতাম। মিরপুরের উইকেট কিছুটা রহস্যময়। অনেক ঘাস আছে। আমি হতাশ নই। কারণ, আমার জানা নেই এই উইকেট থেকে আসলে কী আসবে। এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। যেন কোচিং স্টাফ এবং সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে।’

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

ভারতীয় একাদশ

লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, স্রেয়াশ আয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।