আজও বিশ্বে দূষিত শহরের তালিকায় রয়েছে ঢাকা। রাজধানীর আজকের অবস্থান পঞ্চমে। আজ (রোববার) সকাল ১০টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৮৮। স¤প্রতি প্রায় দিনই দূষিত শহরের তালিকায় থাকছে ঢাকা।

৩২৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ঘানার শহর আক্রা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের দিলি­র স্কোর ২৭৩। আর পাকিস্তানের লাহোর ২০৩ স্কোর নিয়ে আছে তৃতীয় স্থানে। একিউআই স্কোর অনুযায়ী বায়ুর মানের নিরিখে ১৯৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ স্থানে আছে চীনের হাংঝু।

একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্যই ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত¡াদের জন্য বায়ুদূষণ সবচেয়ে বেশি ক্ষতিকর।

বিশেষজ্ঞদের মতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্র“য়ারি বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান থাকে সবচেয়ে খারাপ।