প্রাচ্যের অক্সফোর্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ। ১৯২১ সালের এই দিনে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে এই প্রতিষ্ঠানের। তৎকালীন ব্রিটিশ-শাসিত বাংলায় এটিই ছিল একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
সে সময়ের ঢাকার সবচেয়ে অভিজাত ও সৌন্দর্যমণ্ডিত রমনা এলাকায় প্রায় ৬০০ একর জমির উপর পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশের পরিত্যক্ত ভবনাদি এবং ঢাকা কলেজের (বর্তমান কার্জন হল) ভবনসমূহের সমন্বয়ে মনোরম পরিবেশে গড়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয়।
তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এর যাত্রা শুরু হয়। প্রথম শিক্ষাবর্ষে বিভিন্ন বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ৮৭৭ জন এবং শিক্ষক সংখ্যা ছিল মাত্র ৬০ জন।
পরবর্তীতে বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মুক্তি সংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রাম ও আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে আজ ১০৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে উচ্চশিক্ষা’।
এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নেওয়া হয়েছে। তবে সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমের বিরোধিতায় আন্দোলনরত শিক্ষকরা এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।