ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় মাতালনে সংগীতশিল্পী অনুপম রায় । গত বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে  হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থাপনা করনে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

অনুষ্ঠানে অনুপম ছাড়াও দেশের খ্যাতনামা অভিনেতা, অভিনেত্রী, সংগীত ও নৃত্যশিল্পীরা এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা অংশগ্রহণ করছেন। এছাড়া আন্তর্জাতিক সঙ্গীত ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও বাংলা ও বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় ব্যান্ড মাইলস অনুষ্ঠানটি নাচে-গানে মুগ্ধ করেন ।

এর আগে সকালে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।