ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের নতুন ভবনসংলগ্ন পুরনো রান্নাঘরের পেছনের ফাঁকা জায়গায় ওই যুবকের লাশ পড়েছিল।
তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর হবে।

আজ মঙ্গলবার সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, হাসপাতালে কিচেনের পেছনে এক যুবকের লাশ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।