ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আবাসিক হলে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি কলেজটির কে-৭৬ ব্যাচের ছাত্রী।

আজ বুধবার (১৬ ই আগস্ট) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন।

মৃত শিক্ষার্থীর রুমমেট জানান, ঢাকা মেডিকেল কলেজের ২০১৮-২০১৯ বর্ষের শিক্ষার্থী জয়া। কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর রুমে জয়া কুন্ডু ও লাবণী রায়সহ তারা ৩ জন থাকতেন।

তিনি জানান, বুধবার (১৬ই আগস্ট) সকালে লাবণী হল থেকে বের হয়ে যান। এরপর সকাল ১০টার দিকে জয়াকে রুমে রেখে পৃথুলা রায়ও বের হয়ে যান। সাড়ে ১০টার দিকে তিনি জানতে পারেন, জয়া রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন।

জয়া অনেকদিন যাবৎ ডিপ্রেশনে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় তার কাউন্সেলিং করানো হচ্ছিল বলেও জানান পৃথুলা।

জয়ার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শাহবাগ থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানান পরিদর্শক মো. বাচ্চু মিয়া।