পুরাণ ঢাকার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের গেট ভেঙে ভেতর প্রবেশ করেছে আন্দোলনকারীরা।
রবিবার (৪ঠা আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ভেতরে প্রবেশ করে এই হামলা চালায় তারা। এ সময় তারা লাঠিসোঁটা নিয়ে আদালত প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং চারদিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
এ অবস্থায় আদালত প্রাঙ্গণে থাকা পুলিশের সদস্যরা প্রথমে আদালত ভবনের ভেতরে ঢুকে পড়েন। পরে তারা এসে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে আন্দোলনকারীরা দ্রুত স্থান ত্যাগ করে সড়কে চলে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, লাঠিসোঁটা ও ব্যাট হাতে নিয়ে ভাঙচুর চালানো হয়। আদালতে উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করে রোববার (৪ আগস্ট) থেকে সারা দেশে অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনটির সমন্বয়ক মো. নাহিদ ইসলাম শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেন।