তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে এ সংক্রান্ত বিএনপি, জামায়াত ও ‘সুশাসনের জন্য নাগরিক’ এর দায়ের করা তিনটি রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ১৭ই নভেম্বর ধার্য করেছে আদালত। বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে, রিভিউ আবেদনগুলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান চেম্বার জজ আদালত।

গত ১৬ই অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য রিভিউ আবেদন করেছিলেন। তারও আগে সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন এ বিষয়ে একটি রিভিউ আবেদন করেছিলেন।

সবশেষ বুধবার (২৩শে অক্টোবর জামায়াতের পক্ষ থেকে একই বিষয়ে আরেকটি রিভিউ আবেদন দায়ের করা হয়। এক সাথে এই তিনটি রিভিউ আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে ১৭ই নভেম্বর।