আওয়ামী লীগকে পুনর্বাসনে দলগুলো যে পলিটিক্যাল সেটেলমেন্টে গেছে, তার বিরুদ্ধে ব্যালট বিপ্লবের প্রস্তুতি নিতে তরুণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ১৫ই নভেম্বর শুক্রবার এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে বিপ্লব-সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের প্রতি সম্মান জানাতে বিশেষ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক কমিটি।
ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের ১০০ দিন: জুলাই গণহত্যায় দায়ী আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে’র দাবি জানানো হয় এই নাগরিক সমাবেশে। এতে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন থানা কমিটির প্রতিনিধি, মায়ের ডাক সংগঠনের প্রতিনিধি ও কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতারা বলেন, জুলাই-আগষ্টের গণহত্যার দায় যাদের ঘাড়ে রয়েছে তাদের বিচার করা না গেলে এই সরকারকে ব্যর্থ হবে।
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, রাষ্ট্রযন্ত্রে এখনো পতিত ফ্যাসিবাদের উপস্থিতি রয়েছে, তাদের দ্রুত বিদায় করতে হবে, নয়তো তরুণরা আবারও যুদ্ধে নামবে।
এই আন্দোলনে শহীদ ও আহতদের নিয়ে রাজনীতি না করারও আহবান জানান নাসিরুদ্দীন পাটোয়ারী।
রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত না হওয়া পর্যন্ত রাজনীতি দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার এবং ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা প্রতিরোধের আহবানও জানান বক্তারা।