তাইওয়ানের উদ্ধারকারীরা তাদের কার্যক্রম চালাতে গিয়ে আরো ভূমিধস এবং শিলা ধসের হুমকির সম্মুখীন হচ্ছেন। ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। আটকা পড়া কয়েকজনকে নিরাপদে আনা হলেও অনেকে এখনো ১৮ নিখোঁজ রয়েছেন। গত বুধবারের ৭.২ মাত্রার ভূমিকম্পের পর  হুয়ালিয়েন প্রদেশে থেকে আরো দুটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

তাইওয়ানের দমকল কর্তপক্ষ জানিয়েছে, নিখোঁজদের মধ্যে চারজন বিদেশি। প্রকাশিত তালিকা অনুযায়ী এরা ভারত, কানাডা ও অস্ট্রেলিয়ার নাগরিক। তারা কোথায় রয়েছেন তা জানা যায়নি।

হুয়ালিয়েন কাউন্টির তারোকো গিরিসঙ্কট জাতীয় উদ্যানের একটি বিলাসবহুল হোটেলে প্রায় ৪০০ জনের মতো পর্যটক আটকা পড়েছিলেন, তারা নিরাপদ আছেন বলে উদ্ধারকর্মীরা নিশ্চিত করেছেন। হেলিকপ্টারে করে সেখানে রসদ পাঠানো হচ্ছে ও আতহদের সরিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার স্থানীয় সময় সকালে ভূমিকম্প হওয়ার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত কয়েকশ আফটার শক অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতেই প্রায় ৫০টি আফটার শক অনুভূত হয়। এর কোনো কোনোটি রাজধানী তাইপেতেও অনুভূত হয়।